1. admin@newschannel24bd.com : admin :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

নওগাঁ পৌরসভার মেয়রের বিরুদ্ধে কাউন্সিলরদের অনাস্থা

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ৮৫৮ বার পঠিত

 

 

সোহেল রানা রাজশাহী

 

নওগাঁ পৌরসভার মেয়র মো. নজমুল হক সনির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে নওগাঁ পৌরসভার ১১ জন কাউন্সিলর। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সচিব বরাবরে লেখা অনাস্থা প্রস্তাবের আবেদন কপি নওগাঁর জেলা প্রশাসক মো. গোলাম মওলার নিকট প্রদান করেন নওগাঁ পৌরসভার কাউন্সিলরা। অনাস্থা প্রস্তাবের আবেদনে নওগাঁ পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯জন কাাউন্সিলর ও দুই জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর স্বাক্ষর করেছেন। সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিভাগীয় কমিশিনার, রাজশাহী ও পুলিশ সুপার বরাবরে আবেদনের অনুলিপি প্রদান করা হয়েছে। অনাস্থা প্রস্তাবের আবেদন প্রাপ্তির বিষয়টি সোমবার দুপুরে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. গোলাম মওলা। এর আগে রোববার সন্ধ্যায় অনাস্থা প্রস্তাবের আবেদন করা হয়।

আবেদন সুত্রে জানা যায়, নওগাঁ পৌরসভার মেয়র মো. নজমুল হক সনি মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে ৯টি সাধারণ কাউন্সিলর ও ৩টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর এর সাথে বিভিন্ন সময় অশালীন আচরণ ও প্রশাসনিক কার্যক্রমে জটিলতা সৃষ্টি করে আসছে। তিনি ক্ষমতার অপব্যবহার করে দৈনিক হাজিরা ভিত্তিক শ্রমিক দেখিয়ে পারিশ্রমিকের অর্থ উত্তোলনসহ নওগাঁ পৌর ভবনের বিভিন্ন সময় গোপনে কোটেশনের মাধ্যমে টেন্ডার করে পরবর্তীতে কাজ না করে অর্থ উত্তোলন করে এবং মাসিক সভার আলোচনার বাহিরে তার ইচ্ছেমতো রেজুলেশনে বিভিন্ন ব্যয় দেখিয়ে অর্থ উত্তোলন করে। এসব বিষয়ে বারংবার নিষেধ করার পরেও তিনি কোন কর্ণপাত করে নাই। এছাড়া, নওগাঁ পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা (ল্যান্ড ফিল্ড) স্থাপনা, নতুন পৌর ভবন অতি নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ কাজ করছেন। এসব বিষয়ে মাসিক সভায় কাউন্সিলরবৃন্দ মেয়রের নিকট অভিযোগ দাখিল করলে তিনি তা আমলে না নিয়ে উল্টো কাউন্সিলরদের বলেন পৌরসভার প্রধান আমি কাজটা আমার, অন্য কেউ হস্তক্ষেপ করুক আমি তা চাই না।
অভিযোগে আরও জানা যায়, দৈনিক হাজিরার ভিত্তিতে শ্রমিকের বিষয়ে শ্রমিক জাকের আলী মেয়র মো. নজমুল হক সনির অনিয়মের বিরুদ্ধে মুখ খুললে তাকে গত ২০২২ সালের ১১ এপ্রিল তাকে শারীরিক ভাবে আঘাত করে সে মেয়র নজমুল হক সনি কে আসামী করে নওগাঁ সদর মডেল থানায় মামলা করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন।
এছাড়াও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মো: আসাদুজ্জামান সাগর মেয়র এর অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে লিখিত অভিযোগ সহ নওগাঁ পৌরসভার মূল ফটকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর মুরাল স্থাপন করার বিষয়ে গত ২০২১ সালের ২৮ অক্টোবর মেয়র বরাবরে একটি চিঠি প্রদান করেন। ওই বিষয়টি এজেন্ডা হিসেবে ৩১ অক্টোবর এর মাসিক সভায় বিবিধ আলোচনা সূচিতে অন্তর্ভূক্তির জন্য বলা হলে মেয়র নজমুল হক সনি জাতির জনক বঙ্গবন্ধুকে অবমাননা করিয়া বিভিন্ন অশালিন ভাষা প্রয়োগ করে এবং সকল কাউন্সিলরদের সাথে অশালীন আচরন করেন। ইতিপূর্বে মেয়রের অনিয়ম দূর্নীতি ও সার্বিক বিষয়ে আসাদুজ্জামান সাগর এর ২০২১ সালের ২ নভেম্বর তারিখের একটি অভিযোগটি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে উপ-পরিচালক, স্থানীয় সরকার বিভাগ, নওগাঁ বরাবর তদন্তের দায়িত্ব দেন। বিষয়টি বর্তমানে তদন্তনাধীন রয়েছে।

এছাড়াও পরপর কয়েকবার রাতে পৌরসভার কয়েকটি শাখা থেকে গুরুত্বপূর্ণ অনেক নথিপত্র চুরি হয়ে যায়। ওই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য মেয়রকে মাসিক সভায় সর্বসম্মতিক্রমে দ্বায়িত্ব দিলে অদ্যাবধি তিনি চুরির বিষয়ে কোন ব্যবস্থা গ্রহন করেননি। এছারাও তিনি মেয়র নির্বাচিত হওয়ার পওে রাষ্ট্রবিরোধী মামলায় আসামী হন এবং জেল হাজতে আটকও ছিলেন। গত ৩১ অক্টোবর তারিখে মাসিক সভায় মেয়রের বিরুদ্ধে উপরোক্ত সকল অভিযোগের বিষয়ে নওগাঁ পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মো: শরিফুল ইসলাম শরিফ এর প্রস্তাবে মেয়র নজমুল হক সনি এর সর্বসম্মতিক্রমে অনাস্থা প্রস্তাব গ্রহন করা হয়।

নওগাঁ পৌরসভার প্যানেল মেয়র ও ৭ নং ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার তানজিদ স¤্রাট বলেন, আমরা নির্বাচিত হওয়ার পর থেকে নওগাঁ পৌরসভার বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার আছি। অনেকবার মাসিক সভায় এবং মৌখিক ভাবে এসব অনিয়ম দূর্নীতি বন্ধ করতে মেয়র মো. নজমুল হক সনির দৃষ্টি আকর্ষন করেছি। কিন্তু তিনি আমাদেরকে সব সময়ই পাশ কাটিয়ে গিয়েছে। মেয়রের এক গুয়েমির পক্ষপাতিত্ব আচরনের কারনে আমরা কাউন্সিলররা আমাদের ওয়ার্ডে কোন প্রকার উন্নয়ন মুলক কাজ করতে পারছি না। আমরা দিন দিন মেয়রের কাছে জিম্মি হয়ে পড়ছি। যার কারনে আমরা সকল কাউন্সিলররা অনেকটাই বাধ্য হয়ে জরুরী সভার মাধ্যমে মেয়রের প্রতি অনাস্থা এনেছি এবং জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রনালয়ের সচিব বরাবর আবেদন করেছি।

এ ব্যাপারে নওগাঁ পৌরসভার মেয়র মো. নজমুল হক সনির সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি। বিএনপির মনোনয়ন নিয়ে আমি পর পর তিন বার নওগাঁ পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছি। বিগত প্রায় সাড়ে ১২ বছর আমি সৎ ও নিষ্ঠার সাথে পৌরসভাকে পরিচালনা করে আসছি। বর্তমান পৌর পরিষদের অধিকাংশ কাউন্সিলর বিভিন্ন সময় বিভিন্ন অন্যায় দাবী করে আসছিলো। যা আমার পক্ষে পৌরসভার মেয়র হিসেবে পুরণ করা সম্ভব নয়। এ কারনে বিভিন্ন সময় তারা আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্ঠা করছে। এছাড়া, বর্তমানে সারাদেশে বিএনপি একদফার আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এ সময় আমি বিএনপি থেকে নির্বাচিত মেয়র হওয়ায় নিয়মিত অফিস করতে পারছিনা। এই সুযোগে পৌর কাউন্সিলরা আমার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে। আমি মনে করি এটা আমার বিরুদ্ধে গভীর যড়যন্ত্র, অপপ্রচার ও মিথ্যাচার।

এ ব্যাপারে নওগাঁর জেলা প্রশাসক মো. গোলাম মওলার সাথে মুঠোফোনে কথা বলা হলে তিনি জানান, নওগাঁ পৌরসভার মেয়রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের আবেদন আমার কাছে পৌর কাউন্সিলরা দিয়ে গেছে। এটা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সচিব বরাবরে লেখা। এখানে আমার কিছু করার নাই। আমি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় বরাবরে আবেদন পত্রটি পাঠাবো। মেয়রের বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়ার বিষয় এখন মন্ত্রনালয়ের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2023
Design By Raytahost