জুবায়ের আল মামুন, পিরোজপুর।
শনিবার বিকেলে শহরের সিও অফিস রোডে বঙ্গবন্ধু চত্বরে পিরোজপুর পৌর আওয়ামী লীগের আয়োজনে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন পিরোজপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য কাউন্সিলর সাদউল্লাহ লিটন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরণ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সুমন সিকদার, পৌর যুবলীগের সভাপতি আবু সাঈদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বারী তালুকদার জয়েন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শুভ দ্বীপ সিকদার শুভ।
এ সময় পিরোজপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য সাদউল্লাহ লিটন বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। আওয়ামী লীগ এ দেশে স্বাধীনতা এনেছে, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। এই দেশের সকল উন্নয়ন আওয়ামীলীগের আমলে হয়েছে। আওয়ামীলীগের সভাপতি সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম এ আউয়াল এবং জন নন্দিত পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মালেক এবং সাধারন সম্পাদক এ্যাড,কানাইলাল বিশ্বাস এর নেতৃত্বে পিরোজপুর জেলা আওয়ামীলীগ আজ ঐক্যবদ্ধ। মাননীয় প্রধানমন্ত্রী জন নেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা আছি রাজ পথে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে জয়ী করবো ইনশাআল্লাহ। সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সুমন সিকদার বলেন, জামাত বিএনপির সন্ত্রাস আর নৈরাজ্য অরাজকতা পিরোজপুরের মাটিতে হতে দেয়া হবে না। জননেতা বীর মুক্তিযোদ্ধা এ কে এম এ আউয়াল মহোদয়, জননন্দিত পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মালেক মহোদয় এর নির্দেশে পিরোজপুর আওয়ামীলীগের নেতাকর্মীরা রাজ পথে আছি রাজ পথে থাকবো, আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নৌকাকে জয়ী করবো। সমাবেশ চলাকালে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরগন মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।
Leave a Reply